কমলগঞ্জে দুবৃত্তের হাতে ধরা পড়ে হরিণ শাবক আহত  চিকিৎসার জন্য বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর

September 7, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥  কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ শাবক বুধবার ভোর ৬টায় একদল দুর্বৃত্তের হাতে ধরা পড়ে আহত হয়েছিল। ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা আহত হরিণ শাবককে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে সোপর্দ করে।

৭ সেপ্টেম্বর বুধবার দুপুর দেড়টায় বিজিবির পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানের জন্য শ্রীমঙ্গলস্থ বণ্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টায় কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি বিজিবি সীমান্ত ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দুরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে একদল দুর্বৃত্ত এই মায়া হরিণ শাবকটিকে ধরে এনে জবাই করার প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে কাঠালকান্দি বিজিবি সীমান্ত ফাঁড়ির কমান্ডার মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে আহতবস্থায় একটি হরিণ শাবকটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে প্রেরণ করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। হরিণটির গলায় এবং পায়ে বেশ আঘাতের চিহ্ন ছিল। এ জন্য হরিণ শাবকটির চিকিৎসা সেবা প্রদানে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর হাতে তুলে দেওয়া হয়।

৪৬ নং বিজিবির পক্ষে বুধবার দুপুরে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ এক প্রেস বিফ্রিং করে আহত হরিণ শাবকটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করেন। তিনি জানান, কমলগঞ্জ উপজলার আদমপুর সংরক্ষিত বন থেকে হরিণটিকে ধরে আনে শিকারীরা। প্রেস বিফ্রিংকালে আরও উপস্থিত ছিলেন সুবেদার মেজর আব্দুল আলিম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও ইমন দেব চৌধুরী

সিতেশ রঞ্জন দেব জানান, হরিণ শাবকটি সুস্থ্য হলে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে পুনরায় বনে অবমুক্ত করা হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com