কমলগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

April 2, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ ও ২টি সততা স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনুর সঞ্চালনায় শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে করণী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল পৌনে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, দুদক হবিগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক এরশাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার বেগম, দুর্নীতি প্রতিরোধ কমলগঞ্জ কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ রসময় মোহান্ত, প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্রাচার্য্য, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রনেদ্র কুমার দেব ও কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির।
আলোচনা সভা শেষে দুটি বিদ্যালয়ের সততা সংঘের সদস্য শিক্ষার্থীদের অংশগ্রহনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক একটি নাটিকা পরিবেশন করা হয়। এর পর আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি সততা স্টোরের উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com