কমলগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, বাংলাবাজার প্রতিনিধি আব্দুল হান্নান চিনু, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, জনতা প্রতিনিধি বিশ্বজিৎ রায়, ইনকিলাব প্রতিনিধি এম, এ, ওয়াহিদ রুলু, মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সোহেল রানা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, সংবাদ প্রতিনিধি শাহীন আহমেদ, নয়াগিদন্ত প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, বাংলাদেশ বেতার প্রতিনিধি রাজকুমার সৌমেন্দ্র সিংহ, সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, যোগাযোগ প্রতিদিন প্রতিনিধি আসহাবুর ইসলাম শাওন, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ ।
সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কি হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসুচী বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকান্ড সহ আইন-শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়। সুষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা তাদের বক্তব্যে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ন। একমাত্র সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা জানতে পারে। কমলগঞ্জ উপজেলার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে সভায় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কমলগঞ্জ উপজেলাকে অচিরেই বাল্য বিবাহ মুক্ত করা, শিক্ষার গুণগত মানবৃদ্ধি এবং সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সহ কমলগঞ্জের জনপদের বিভিন্ন সমস্যা তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন