কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সাথে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা বৃহষ্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, স্বচ্ছতার সঙ্গে জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ডের আরো গতিশীলতা আনতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দিুল মোতালিব তরফদার, কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম কমলগঞ্জ পৌরসভা কার্যালয়, সফাত আলী সিনিয়র ফাযিল মাদ্রাসা, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিকেলে তিনি জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভায় যোগদান করেন। মতবিনিময় সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন