কমলগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

December 22, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় সভা কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিপ ট্রাষ্ট উপ-আঞ্চলিক অফিস মৌলভীবাজারের আয়োজনে বৃহস্পতিবার ২২ ডিসেম্বর দুপুর সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সমন্বয়কারী মর্জিনা আক্তারের সঞ্চালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মমদ শামছুদ্দীন আহমদ, নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস,প্রিপ ট্রাষ্টের আঞ্চলিক ব্যবস্থাপক মোহা: শরিফুজ্জামান (টুটুল)। সভায় উপজেলার সংরক্ষিত আসনের নারী জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পর্যায় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করা এবং মহিলা সদস্যরা যাতে সকল বিষয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এ নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। ২০১১ সাল থেকে প্রিপ ট্রাষ্ট এর কার্যক্রম শুরু হবার পর মহিলা সদস্যরা তাদের অধিকার বিষয়ে সচেতন হয়েছে। যে কারনে তারা এখন ইউনিয়ন পরিষদ এর সকল কার্যক্রমে ভূমিকা রাখতে পারছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com