কমলগঞ্জে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও ঝরে পড়া রোধ কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। শনিবার ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় নারী উন্নয়ন ফোরাম কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে ও শিক্ষক সালাউদ্দীন তফাদারের সঞ্চালনায় সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। সভায় বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরাম কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য ইউপি সদস্যা মেরি রাল্ফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলী, শিক্ষিকা হালিমা আক্তার, স্মৃতি ভট্রাচার্র্য, সুবন্ত কৈরী, শিক্ষক মাওলনানা আজিজুর রহমান চৌধুরী। সভায় বাল্য বিবাহ রোধ, ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, ইভটিজিং ও ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। এ সভার আলোচ্য বিষয় নিয়ে প্রয়োজনে গ্রাম ভিত্তিক উঠান বৈঠকেরও পরামর্শ দেওয়া হয়। সভা শেষে বিদ্যালয়ের ১৯৬ জন ছাত্রীর মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন