কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পূজামন্ডপে অনুদানের চেক বিতরণ

December 3, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পূজামন্ডপে ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুদানের চেক বিতরণ করা হয়।
২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও সিলেট জেলা শাখার সহযোগিতায় এই চেক বিতরণ অনুষ্ঠান মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা।
বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগীয় ট্রাস্টি চন্দন রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, রাজনগরের ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল দাশ, মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক রামকান্ত সিংহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি নির্মল কুমার সিংহ, ঢাকা জেলা শাখার সভাপতি বিশ্বজিত সিংহ, ডা: উচিত কুমার সিংহ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলার ১২টি পূজামন্ডপে মোট ১ লক্ষ ২৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com