কমলগঞ্জে প্রধান বিচারপতি ও আইজি প্রিজনের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার

May 10, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকরের প্রস্তুতিতে প্রধান বিচারপতি এস, কে, সিনহা (সুরেন্দ্র কুমার সিনহা) ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের মৌলভীবাজারের কমলগঞ্জের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ১০ মে মঙ্গলবার সকাল থেকে কমলগঞ্জ থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। প্রধান বিচারপতি এস, কে, সিনহার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের বাড়িতে ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সিংরাউলী গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান বিচারপতির গ্রামের বাড়ি ও কারা আইজি প্রিজনের গ্রামের বাড়িতে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, যে কোনো ধরনের নাশকতার প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধান বিচারপতির ছোট ভাই নীল মনি সিনহা বলেন, বাড়ির নিরাপত্তায় চারজন পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আশা করি কোনো সমস্যা হবে না।
প্রধান বিচারপতির তিলকপুরস্থ গ্রামের বাড়ি পরিদর্শন করে মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, যে কোন ধরণের নাশকতা এড়াতে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া টহল পুলিশ নিয়মিত সার্বিক অবস্থা পর্যবেক্ষন করছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com