কমলগঞ্জে প্রধান বিচারপতির শীতবস্ত্র বিতরণ

December 30, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশের প্রধান বিচারপ্রতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) নিজ গ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় তিলকপুরস্থ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে আড়াই হাজার হতদরিদ্র লোকের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন।
আলীনগর ইউনিয়ন তিলকপুর গ্রামে বাংলাদেশের প্রধান বিচারপ্রতি এসকে সিনহার তাঁর পিতা ও মাতার নামে ফাউন্ডেশন ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব, অসহায়, হতদরিদ্রদের মধ্যে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিক, মনিপুরী ও বস্তির অসহায়, গরিব দু:খী, হতদরিদ্র ও শীতার্ত প্রায় আড়াই হাজার লোকের মধ্যে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, প্রকৃতই গরিব, অসহায়, দু:স্থ, হতদরিদ্র শীতার্তদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রতিনিধিদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। জনপ্রতিনিধিরাই কোন ধরনের কার্পন্য না করে প্রকৃত গরিব ও হতদরিদ্ররা যাতে এসব শীতবস্ত্র পায় সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সুবিধা বঞ্চিত এসব লোকের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, মানুষের চিকিৎসা সেবার জন্যও ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে আগামীতে এখানে চিকিৎসা ক্যাম্প করারও উদ্যোগ নেয়া হচ্ছে। যাতে দরিদ্র মানুষ চিকিৎসা সুবিধাও গ্রহণ করতে পারে।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com