কমলগঞ্জে প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বৃহষ্পতিবার ব্কিাল ৫টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এ সময় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তন্ময় ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এর আগে বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসক কমলগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এটি কমলগঞ্জে সবাগত জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন। উপজেলা পরিষদ সভাকক্ষে এসময় তিনি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। তিনি এসিল্যান্ড অফিস, বিআরডিবি অফিস, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা, কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস ও আদমপুর ঘোড়ামারা মনিপুরী নট মন্ডপ পরিদর্শন করেন ।
একবিংশ শতাব্দিতে এসেও বাংলাদেশ ভিক্ষাবৃত্তির অভিশাপ হতে মুক্ত হতে পারেনি। মৌলভীবাজার জেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে কমলগঞ্জ হতে কাজটি শুরু করলেন জেলা প্রশাসক।
মন্তব্য করুন