(ভিডিওসহ) কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মি হত্যার দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল

March 27, 2022,

স্টাফ রিপোর্টার শ্রীমঙ্গলে নিজ গৃহে স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মি হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শমসেরনগর চা বাগানের শ্রমিক ও ছাত্র-ছাত্রী। অভিলম্ভে দোষিদের শাস্তির আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

রবিবার ২৭ মার্চ সকাল ১১ টায় কমলগঞ্জের শমসেরনগর চা বাগানের গীর্জার সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে সুজন লোহারের পরিচালনায় আদামা রেলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চা বাগান স্টাফ ইউনিয়নের কোষাধ্যক্ষ তালুকদার আমিনুর রহমান, নারী নেত্রী মনি গোয়ালা, নিহত ঝর্ণা কুর্মির চাচা  চম্পক গোয়ালা, স্কুল ছাত্রী বর্ণা চাষাসহ কয়েকজন।

বক্তারা বলেন, ৫ জনের নাম উল্লেখ করে মামলা হলেও প্রশাসন ভোরে চারজনকে ছেড়ে দিয়ে স্বামীকে গ্রেফতার দেখায়। অন্যদেরও আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে নতুবা তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তারা বলেন, পরিকল্পনা করে ঝর্ণা কুর্মিকে হত্যা করে আত্ম হত্যা বলে চালিয়ে দিতে চায় ঝর্ণার স্বামীর পরিবার।

উল্লেখ্য, গত (১৮ মার্চ) শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের সুরভিপাড়ার ভাড়া বাসা থেকে মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর পর থেকেই ঝর্ণা কুর্মির পরিবার এটিকে হত্যা বলে দাবী করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শ্বশুড় সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে যায়। গভীর রাতে থানায় উপস্থিত হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন ঝর্ণার চাচা রাম প্রসাদ কুর্মি। আসামীরা হচ্ছে পুবালী ব্যাংক, ভানুগাছ, কমলগঞ্জ শাখার কর্মকর্তা স্বামী সঞ্জয় কুর্মি, তার বাবা সিউধনী কুর্মি, মাতা ও দুই বোন। পর দিন সকালে স্বামী সঞ্জয় কুর্মিকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com