কমলগঞ্জে প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির ৩য় ব্যাচের উদ্বোধন

October 5, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ২য় পর্যায় প্রকল্পের প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির ৩য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস-মট্স এর আয়োজনে
৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন রস্ক-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এম. মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রস্ক-২ প্রকল্পের সহকারী পরিচালক মো: নুরুজ্জামান মল্লিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক সঞ্জয় কুমার দেব, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার মো: মাহবুব চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, কারিতাস-মট্স (প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান) প্রজেক্ট ম্যানেজার মিঃ ডমিনিক দিলু পিরিচ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, আনন্দ স্কুল এর ট্রেইনিং কোঅর্ডিনেটর মোশতাক আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com