কমলগঞ্জে প্রয়াত শিক্ষাবিদ মনিলাল সিংহ ম্যুরাল উন্মোচন
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক প্রয়াত মণিলাল সিংহ ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
৩১ মার্চ শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেতে ম্যুরালটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যপক মুহম্মদ আলমগীর, জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পিএমপি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল বশির, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারম্যান মি. পিডিশন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নেতা সমরজিৎ সিংহ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ম্যুরাল উন্মোচন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে পিএমপি উচ্চ বিদ্যলয় হল রুমে প্রয়াত মনিলাল সিংহ স্মরণে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি মানুষ বেঁচে থাকে তার আপন কর্মের মাধ্যমে। মণিলাল সিংহ একজন সফল প্রধান শিক্ষক ও সমাজ সংগঠক ছিলেন। সমাজের কল্যাণে তার অবদান সবার অন্তর উজ্জল স্মৃতি হয়ে থাকবেন।
মন্তব্য করুন