কমলগঞ্জে ‘ফিরে দেখা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে অধ্যাপিকা মঞ্জুশ্রী রায় এর ‘ফিরে দেখা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার ১০ জুলাই বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক-গবেষক অধ্যক্ষ (অব:) রসময় মোহান্ত।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কোরেশ খানের সভাপতিত্বে ও প্রভাষক উজ্জ্বল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘ফিরে দেখা’ গ্রন্থের সম্পাদক অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়। আলোচনায় অংশ নেন প্রভাষক শাহাজান মানিক, কবি পুলক কান্তি ধর, কবি সাইয়িদ ফখরুল, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক ॥সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, সমাজকর্মী আং রশীদ মাখন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, রাসেল হাসান বক্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ (অব:) রসময় মোহান্ত বলেন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়ের সম্পাদিত ‘ফিরে দেখা’ গ্রন্থটি তার আত্মজীবনীমূলক এবং একই সাথে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ কমলগঞ্জ পৌরসভার ইতিবৃত্ত নিয়ে লিখিত। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসো, তরুণ প্রজন্ম বইয়ের কাছে আসো। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।
মন্তব্য করুন