কমলগঞ্জে ফ্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সাটিফিকেট বিতরন

July 24, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ২য় পর্যায় প্রকল্পের আওতায় ফ্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচীর সাটিফিকেট বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার ২৪ জুলাই বেলা ১২ টায় কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রস্ক-২ এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মিজানুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল আলম এর সভাপতিত্বে ও কারিতাস সিলেট অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা ডানিয়েল ধৃতু স্নাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রস্ক-২ এর সহকারী পরিচালক মো. নুরুজ্জামান মল্লিক, কারিতাস সিলেট অঞ্চল এর পরিচালক জন মন্টু পালমা, সেভ দ্যা চিলড্রেন রস্ক-২ এর টিএপিডি জগলুল হায়দার, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, সেভ দ্যা চিলড্রেন এর ডেপুটি ম্যানেজার খুরশিদা আরা, সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক সঞ্চয় কুমার দেব, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, রস্ক-২ এর ট্রেনিং কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস মট্স প্রতিনিধি ডমিনিক দিলু পিরিচ।
উল্লেখ্য ৫ম শ্রেনী পাস করা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করে প্রথম ব্যাচে ১৬০ জন এর মধ্যে ১৪৫ জনের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়। ২য় ব্যাচে ১৮১ জন এর মধ্য থেকে ২১ জুলাই ৫৪ জনকে প্রাণ আর এফ এল হবিগঞ্জ এ চাকুরী দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com