কমলগঞ্জে বই পড়ায় উদ্বুদ্ধকরণে
April 25, 2016,
প্রনীত রঞ্জন দেবনাথ॥ আন্তর্জাতিক পাঠ্য দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বই পড়ায় উদ্বুদ্ধকরণে একযোগে ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার ২৩ এপ্রিল বেলা দুইটায় এ উপলক্ষে শমশেরনগর এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সেকায়েফ প্রকল্পের আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বই পড়ায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শমশেরনগর এ এ টি এম উচ্চ বিদ্যালয় সেমিনারে, ছাত্র-শিক্ষক, শিক্ষক অভিভাবক কমিটির(পিটিএ), সামাজিক নিরিক্ষা কমিটি সদস্য ছাড়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা মাদ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কমলগঞ্জে একযোগে ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় এ কর্মসূচী পালন করা হয়েছে।
মন্তব্য করুন