কমলগঞ্জে বজ্রপাতে বাবা মাকে হারানো অসহায় পরিবারে দুটি ইঞ্জিন রিক্সা প্রদান

October 6, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলর আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে ১০ আগষ্ট শনিবার বাড়ির বারান্দায় বসা অবস্থায় দিন মজুর আজির আলী (৪৫) ও স্ত্রী আলিমা বেগম (২৫) মৃত্যুবরণ করেছিলেন। এক সাথে বাবা-মার অকাল মৃত্যুতে ৮ ভাই বোনের পরিবার অসহায় হয়ে পড়ে। অসহায় এই পরিবারকে উপজেলা প্রশাসন নগদ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করেছিল। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর অসহায় পরিবারকে সচল রাখতে দুইটি ইঞ্জিন রিক্সা প্রদান করে পাশে এসে দাঁড়ায় মৌলভীবাজার জেলা সদরের রুপান্তর ফাউন্ডেশন নামক একটি স্থানীয় বেসরকারী সংস্থা।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় আদমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুটি ইঞ্জিন রিক্সা প্রদান করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
ঘটনার দিন রাত আটটায় মুষলধারে বৃষ্টির সাথে আকাশে ভারী গর্জন হচ্ছিল। আচমকা সৃষ্ট এক বজ্রপাতে প্রাণ কেড়ে নিল এই স্বামী স্ত্রীকে। দুর্ঘটনায় নিহত দিনমজুর আজির আলীর ১ম স্ত্রীর আমিনা বেগমের ৬ ছেলে ও ১ মেয়ে দ্বিতীয় স্ত্রী তারই ছোট বোন (আজিরের শ্যালিকা) আলিমা বেগমের ১টি মেয়ে সন্তান অসহায় হয়ে পড়ে। এ ঘটনায় ১৫ আগষ্ট একটি সংবাদ প্রকাশ হয়েছিল। আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেনের মাধ্যমে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহদুল হক জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারকে সহায়তা হিসাবে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেছিলেন। বাবা মা হারা এই অসহায় পরিবারের কথা শুনে  রুপান্তর ফাউন্ডেশন নামের বেসরকারী সংস্থাটি এক লাখ টাকা ব্যয়ে দুটি ইঞ্জিন রিকসা তৈরী করে এ পরিবাররের একমাত্র পুত্র সন্তান কয়েছ আহমদ (১৮)-এর কাছে হস্তান্তর করে।
ইঞ্জিন রিক্সা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, রুপান্তর ফাউন্ডেশনের সভাপতি মোজাহিদ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি  মুর্শেদ মুন্না, সাধারন সম্পাদক মিজানুর রহমান শামীম ও যুগ্ম সম্পাদক ইমন আহমেদ। সংস্থার সভাপতি মোজাহিদ উদ্দীন বলেন, নগদ অর্থ না দিয়ে দুটি ইঞ্জিন রিক্সা দেওয়া হয়েছে যাতে রিক্সা দুটি নিজে না চালালেও ভাড়া দিয়ে যে আয় হবে তা দিয়ে এ পরিবারটি স্বচ্ছল হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com