কমলগঞ্জে বন্ধু গ্রুপের স্বেচ্ছাশ্রম

July 30, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ যে সময়ে তরুনরা মাদকাসক্ত, বিপথগামী ও নিজের কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকে, ঠিক সেই সময়ে একঝাঁক তরুন এর বিপরীতে ব্যতিক্রমী কার্যক্রমে মেতে উঠেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ২৫ থেকে ৩০ জনের এই তরুনরা সপ্তাহের প্রতি শুক্রবার ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্ন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ব্যস্ত থাকে। তাদের সিডিউলের ধারাবাহিকতায় ছিল গত শুক্রবার ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝোপজঙ্গল পরিস্কার।
২৯ জুলাই শুক্রবার সকাল ১০ টায় ২২ জন তরুণ ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ও পার্শ্বের সকল ঝোপজঙ্গল পরিস্কার করে। নিজেরা দা, কুদাল নিয়ে এসে কাজে জড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যেই তারা দু’ঘন্টা সময়ে কাজ সমগ্র ঝোপজঙ্গল সেরে ফেলে। বৈশাখ মাসে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের একঝাক তরুন ‘বন্ধু গ্রুপ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি শুক্রবার বন্ধের দিন পতনঊষার ইউনিয়নের বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট এলাকায় স্বেচ্ছাশ্রমে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে চলেছে।
আলাপকালে বন্ধু গ্রুপ এর সভাপতি বিধূ বর্ধন জানান, ‘ বৈশাখ মাসে তারা এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩৬ জন সদস্য হয়েছেন। তাদের চিন্তাধারা এলাকার উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাওয়া। স্বেচ্ছায় ও স্বউদ্যোগে প্রতিটি সদস্য একযোগে কাজে অংশ নেই। এ পর্যন্ত  ইউনিয়নের কয়েকটি স্থানে কাজ করেছি। সংগঠনের কোন ধরনের ফান্ডও নেই। শুধুমাত্র তাদের শ্রম চেষ্টায় তারা এলাকার উন্নয়নমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, তাদের এসব কার্যক্রম দেখে অনেকেই উৎসাহিত হবেন। দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপনের কাজও চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com