কমলগঞ্জে বন্যপ্রাণী সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতমূলক ক্যাম্পেইন

March 21, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশেপাশের চারটি চাবাগানে ব্যতিক্রমী ক্যাম্পেইনে পরিবেশে বানর গোত্রীয় প্রাণীর অবদান এবং এদের সংরক্ষণের গুরুত্ব ও সংরক্ষণে করনীয় বিষয়ে বনের আশেপাশের মানুষদের সচেতন করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রথম ফুলবাড়ি চা বাগান স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু হয়। পাম্পলরেস ই.ভি. বাংলাদেশ প্রকল্প এবং পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগে শিশুদের নিয়ে এই কর্মসূচী পালিত হয়।

জানা যায়, ঘনবসতির এই দেশে, মানুষজনদের সচেতন না করে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব নয়। আর এই সচেতনতা তৈরির লক্ষে পাম্পলরেস ই.ভি. বাংলাদেশ প্রকল্প এবং পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এর যৌথ উদ্যোগে ২০২৩ সাল থেকে “প্রাইমেট ফেয়ার” নামে একটি জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এবছর লাউয়াছড়া বনের চারপাশের ফুলবাড়ি চা বাগান, ফুলছড়া চা বাগান, নুরজাহান চা বাগান ও রশিদপুর চা বাগানে শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হবে।

বন এবং বন্যপ্রাণী আমাদের পরিবেশের নিরিবিচিন্ন অংশ। আর এই বন্যপ্রাণীদের মাঝে বানর গোত্রীয় প্রাণীরা আমাদের বনের ভারসাম্য রক্ষার কাজে নিয়োজিত। তারা ফল খেয়ে বীজের বিস্তরণ করে, এতে করে বনে নতুন গাছ জন্মায় এবং বনের পরিধি বৃদ্ধি পায়। এছাড়াও বানর গোত্রীয় প্রাণীরা ফুলের পরাগায়ণ করে এবং ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনের গাছদের রক্ষা করে। দুঃখের বিষয় হলো আমাদের এই উপকারি বন্ধুরা দিন দিন আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে । পূর্বে বাংলাদেশে ১০ প্রজাতির বানর গোত্রীয় প্রাণী থাকলেও এখন আছে নয় প্রজাতির। ইতিমধ্যে আমরা আমাদের এক প্রাজাতির বানরদের হারিয়ে ফেলেছি। বাকি যারা এখনও টিকে আছে তাঁদের রক্ষা করার জন্য আমাদের মাঝে সচেতনতা তৈরি করাই একমাত্র উপায়।

আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে তুলে ধরতে বায়স্কোপের মাধ্যমে শিশু কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়ায় লজ্জাবতী বানরের মাসকটও সবাইকে অনেক আনন্দ দেয়। প্রতিটি জায়গায় অনুষ্ঠান শেষে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। এই প্রাইমেট ফেয়ারের মুল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক ছিলেন বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাম্পলরেস ই.ভি. এর চেয়ারম্যান মার্সেল ইস্টুইনগা, বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজীসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com