কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুণর্বাসন ও নদী সংস্কারের দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুণর্বাসন ও নদী সংস্কারের দাবীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ধলাই ও লাঘাটা নদীর বাঁধ মেরামত, খনন ও দ্রুত সংস্কার, বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের একবছরের জন্য পুন:বার্সনের ব্যবস্থা, কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালু ও ক্ষতিগ্রস্ত সকল কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ বিতরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। গত রোববার সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ হলরুমে সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক তোয়াবুর রহমান তবারক এর সভাপতিত্বে ও কৃষক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, সমাজসেবক ডা: আব্দুল হান্নান চিনু, উপজেলা সিপিবি সম্পাদক কমরেড সাইফুর রহমান, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, কৃষক নেতা এখলাছ উদ্দীন, হাজী আং করিম আনোয়ার, ইলিয়াছুর রহমান মহরম, আফরোজ আলী, মফিজ মিয়া, সাবেক ছাত্রনেতা শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ খালেদ মাহমুদ, মসুদ মিয়া, ফটিকুল ইসলাম রাজু, আজির উদ্দীন প্রমুখ। সমাবেশে ৫ দফা দাবী তুলে ধরে সমাজসেবক ডা: আব্দুল হান্নান চিনু বলেন, অকাল বন্যা ও গো-মোড়কের কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। এতদঅঞ্চলের কৃষকদের পক্ষ থেকে ১১ এপ্রিল মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হবে।
মন্তব্য করুন