কমলগঞ্জে বহুমুখী পাট শিল্প উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) নরসিংদী এর উদ্যোগে রোববার ২১ আগষ্ট সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জে ২০ জন উদ্যোক্তার অংশগ্রহণে চারদিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের উচ্চ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুর” হয়েছে। ই-সেবী কর্মসূচী কমলগঞ্জ প্রশিক্ষণটির সহ-আয়োজক। বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি)নরসিংদী এর সেন্টার ইনচার্জ মাজিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ই-সেবী কর্মসূচী, কমলগঞ্জ এর কো-অর্ডিনেটর মিনহাজ নাসিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক সঞ্জয় কুমার দেব। প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন উদ্যোক্তা সংগঠক আহমেদ সিরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-সেবী কর্মসূচীর প্রতিষ্ঠাতা ও দলনেতা মোশারফ হোসেন, প্রশিক্ষক (জেডিপিসি) মর্জিনা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ই-সেবী কর্মসূচীর স্বেচ্ছাসেবক কাজী ফয়সল, রাহাত আদনান সায়েম। অনুষ্ঠানে বক্তারা পাটশিল্পের অদূর সম্ভাবনা নিয়ে আলেচনা করেন এবং এই সম্ভবনাকে কাজে লাগানো ও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে সকলে প্রতিশ্র”তি ব্যাক্ত করেন।
মন্তব্য করুন