কমলগঞ্জে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

October 19, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
১৮অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী আদমপুর বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাব্বির এলাহী, ইউপি সদস্য কে,মনীন্দ্র সিংহ, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মুন্না রানা, সফর আলী, ব্যবসায়ী নেতা সিদ্দেক আলী, সেলিম রেজা প্রমুখ।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, পরিচ্ছনতা ঈমানের অঙ্গ। যেহেতু আদমপুর বাজার একটি বড় বাজার এবং প্রতি বাজারে হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। তাই বিবিধ কারণেই বাজারের যত্রতত্র ময়লা আবর্জনা জমে। এতে বাজারের পরিবেশ দূষিত হয়। প্রত্যেককে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। আদমপুরে এ কার্যক্রম সম্পর্কে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এটি একটি শুভ উদ্যোগ। প্রত্যেক এলাকায় এ ধরণের কার্যক্রম শুরু করা উচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com