কমলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে গণ সমাবেশ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় ইউপি ভবনের সামনে আয়োজিত বিরাট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
আদমপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি বদর”ল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনির”জ্জামান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এস, এম, হাসনাত হাসান, প্রধান শিক্ষক আব্দুল মতিন, প্রধান শিক্ষক আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুতুব খাঁ, সমাজসেবক হাজির বক্স মাষ্টার, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, কাজী মাওলানা মুজিবুর রহমান, আদমপুর ইউপি সচিব শহীদুল ইসলাম, সাইফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বাল্য বিবাহ বন্ধের উপরে গুরুত্বরোপ করা হয়। বাল্য বিবাহ বন্ধের প্রতিবাদে আমাদের অভিভাবকদের আগে সচেতন করে তুলতে হবে। অনুষ্ঠানে আদমপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য-সদস্যাবৃন্দ, সরকারী কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, এনজিওকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন