কমলগঞ্জে বিএমইটির ৩২বছর পূর্তি উৎসব পালিত মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

January 21, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)এর ৩২বছর পুর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ২০ জানুয়ারি বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস। বিএমইটি সভাপতি মোঃ আমজদ আলীর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ শাহাজ উদ্দিন ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক ও লেখক আকমল হোসেন নিপু, আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন ও তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বিএমইটি উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ চৌধুরী, প্রধান শিক্ষক খুরশেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিএমইটি সম্পাদিত স্মারক সংকলন “প্রত্যয়” এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে সন্ধ্যায় বিএমইটি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে অবস্থানরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে স্বল্প পরিচিত মণিপুরী মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের অধিকাংশের বসবাস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। এ সম্প্রদায়ের শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ১৯৮৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা সংক্রান্ত নানবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com