(ভিডিওসহ) কমলগঞ্জে বিট কর্মকর্তার দূর্নিতীর বিরুদ্ধে ও কমিটি বাতিলের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

May 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি বনের উপকারভোগীদের গোপনে কমিটি করা ও আদমপুর বিট কর্মকর্তা হেলাল উদ্দিনের নানা অপকর্মের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ করেছে এলাকাবাসী।রবিবার দূপুরে রাজকান্দি বনের নতুন বাজার এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এলাকার চিহিৃত কিছু গাছ চোর ও বিট কর্মকর্তার যোগ সাজসে বনের গাছ উজাড়ে জড়িত। এদেরকে গাছ চুরির সময় আটক করে বিট কর্মকর্তাকে একাধিক ফোন দিলেও ফোন রিসিভ না করে গাছ চোরদের সহযোগীতা করেন। এমনকি গাছ চুরি বন্ধের প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেন।
এর আগের বিট কর্মকর্তা শ্যামল রায় থাকাকালীন সময়ে ৩১ জনের একটি কমিটি করে দিলেও বর্তমান বিট কর্মকর্তা হেলাল উদ্দিন আসার পর গোপনে অভিযুক্তদের নিয়ে গোপনে একটি কমিটি করেছেন যা অবৈধ। কমিটিতে তার বিবাহিত মেয়ে আদমপুর ইউনয়নে বসবাসরত তারও নাম রয়েছে। এ কমিটি ভেঙ্গে প্রাকাশ্যে লোকজন নিয়ে নতুন উপকারভোগী কমিটি করার দাবী তাদের। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মানব বন্ধনকারীরা সরকারের সংশ্লিষ্ট বিভাগে সুষ্ট প্রতিকারের দাবী করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com