কমলগঞ্জে বিদ্যুৎ লাইনের উপর বাঁশের স্পর্ষ করায় শিশুর মৃত্যু পিএসসি’র ফলাফল জানা হয়নি!
কমলগঞ্জ প্রতিনিধি॥ কেমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পালপুর গ্রামে এক শিশুর পিএসসি পরীক্ষায় পাশ করলেও ফলাফল জানতে পারেনি। নানার বাড়ি থেকে পিএসসি পরীক্ষার ফলাফল জানতে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বাঁশে হাত দিলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমতপুর এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিক লাইনের উপর ঝাড়ের একটি বাঁশের মাথা পড়ে যাওয়ায় বাঁশটির মধ্যে বিদ্যুতায়িত হয়। এসময় পিএসসি পরীক্ষার ফলাফল জানতে নানা বাড়ি থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ওই এলাকায় আসার পর রাস্তার পাশে থাকা সাজু মিয়া (১১) বাঁশের মধ্যে হাত দিলে সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু সাজু পালপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে। সে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ গ্রহণ করে। কামারচাক ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎ লাইনের উপর বাঁশের মাথা আর নিচে বাঁশে হাত দেয়ার কারনে শিশুটির মৃত্যু হয়েছে। সে এবছর পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও জানতে পারেনি নিজের ফলাফল।
এ ব্যাপারে জানতে চেয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন বলেন, ছেলেটি বাঁশে ধরে বিদ্যুতের তারে লাগানোর কারনে বাঁশ বিদ্যুতায়িত হয়ে মারাগেছে।
মন্তব্য করুন