কমলগঞ্জে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কৃষি সকল মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিত করে -সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি
কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশের একমাত্র শিল্প হচ্ছে কৃষি শিল্প। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষিই সকল মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিত করে। জাতীয় প্রবৃদ্ধি বেশির ভাগ কৃষি থেকে উপার্জিত হয়। স্থানীয়ভাবে কৃষিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। বিভিন্ন পতিত জমি আবাদ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন রুল মডেল। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে। বাংলাদেশে এখন খাদ্যের ঘাটতি নেই। কৃষকের অর্জিত ফসল বিদেশে রপ্তানী হচ্ছে। সরকার কৃষকদের উন্নয়নে ক্ষুদ্র, প্রান্তিকদের কৃষি সহায়তা দিয়ে আসছে।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি শনিবার ২৬ নভেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবি/ ২০১৬-১৭ মৌসুম ও পরবর্তী খরিপ/১ মৌসুমে বোরো ধান ও মুগ ডাল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন, কৃষক আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা সামসুদ্দিন জানান, ১৫০ জন কৃষককে বোরো ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ডিএ সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রত্যেক কৃষককে দেয়া হয়।
মন্তব্য করুন