কমলগঞ্জে বিলুপ্তপ্রায় তিন গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার

April 21, 2025,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে বিলুপ্তপ্রায় তিনটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

সোমবার ২১ এপ্রিল সকালে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফ-এর (সিউ) সহায়তায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকা থেকে তিনটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করে বন বিভাগ। বন বিভাগের ফরেস্ট স্কাউট মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল-এর জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো: তাজুল ইসলাম গন্ধগোকুলের শাবক তিনটি উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, বড়চেগ এলাকার একটি বাড়িতে গন্ধগোকুলের বাচ্চাগুলো আটকানোর খবর পেয়ে তারা টিমসহ সেখানে যান। তারা জানতে পারেন, রোববার তিনটি বাচ্চা নিয়ে মা গন্ধগোকুল নিজ বাসস্থান থেকে বের হয়ে ওই বাড়িতে গিয়েছিল। বাড়িতে কবুতর ও কোয়েল পাখির খামার থাকায় গন্ধগোকুলগুলো সেখানে আক্রমণ করতে যায় বলে জানান তিনি। পরে বাড়ির লোকজন বাচ্চা তিনটিকে আটকে ফেললেও মা গন্ধগোকুলটিকে আটকাতে পারেনি।

তাজুল আরও বলেন, আজ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলের বাচ্চাগুলোকে মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু কবুতর ও কোয়েল পাখির ‘ক্ষতি করে বলে’ ওই বাড়ির সদস্যরা চায়নি। পরে আমরা তিনটা বাচ্চা উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রেখেছি পরিচর্যার জন্য। কিছুদিন পরিচর্যার পর একটু বড় হলে বাচ্চাগুলো লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফের সহপ্রতিষ্ঠাতা সোহেল শ্যাম বলেন, ‘একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে শাবক তিনটি আটকানোর খবর দেখে তারা বন বিভাগকে জানান। তারপর বন বিভাগের সঙ্গে মিলে শাবকগুলো উদ্ধার করেন। বন্যপ্রণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা প্রাণীগুলোকে উদ্ধার করি। গন্ধগোকুলের ছানা তিনটির বয়স এক মাসের কিছু বেশি। এ কারণে ছানাগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রাখা হয়েছে পরিচর্যার জন্য। ছানাগুলো একটু বড় হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com