কমলগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস কর্মসূচীর পুরস্কার বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে পুরষ্কার বিতরণী-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে ১১ ফেব্রুয়ারি রোববার বেলা ১টায় কলেজের গ্রন্থাগার ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুল, সৈয়দ সালেহ আহমদ, মো. কামাল উদ্দিন, উপাধ্যক্ষ রাধাকান্ত মোহান্ত। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় শাখার কর্মসুচী সংগঠক লেখক ও লোক গবেষক আহমদ সিরাজ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হামিম মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক শিপ্রা সরকার, মৌরী খান, দীপংকর শীল, শিউলী চন্দ, হামিদা আক্তার, চন্দন প্রসাদ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা হলেন-অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা সিন্হা, রীতা সিন্হা, সিতন নায়েক, তাপসী দত্ত এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী রহিমা আক্তার ও ফাতেমা।
অনুষ্ঠানে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বাগত পুরষ্কার বই ও সনদ তুলে দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন পাঠাভ্যাস গড়ে তুলতে হলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিকল্প অন্য কিছু এখনও চোখে পড়েনি।
মন্তব্য করুন