কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

April 21, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে” ঈদ পুনর্মিলনী ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ এপ্রিল বিকাল ৪টায় উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্সে রুমে মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ, হীড বাংলাদেশের লিয়াঁজো কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, ক্রীড়া ব্যক্তিত্ব কাজ্বী মাহমুদ আলী, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার প্রতিনিধি রাজ মোস্তাকিন, ভূইয়া রাজন রেজা, মোঃ মিল্লাদ আলী, ইমাদ আহমেদ, আব্দুস সামাদ তালুকদার, সাইফুর রহমান আবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উনায়েছ আহমদ খান, খালেদ হোসেন, নাজমিন আক্তার জেনী, সিলেট মদনমোহন কলেজের শিক্ষার্থী কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com