কমলগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
কমলগঞ্জ প্রতিনিধি॥ সরকারের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় কমলগঞ্জে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৬ মে বৃহষ্পতিবার দুপুরে ভানুগাছ খাদ্য গোদাম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও ভানুগাছ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চ:দা:) শরীফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা গ্রামের কৃষক খন্দকার রফিক মিয়ার কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা দরে ৩ মে:টন বোরো ধান ক্রয় করা হয়। ৩১ আগষ্ট পর্যন্ত কৃষি সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকরা ২৩ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করা যাবে।
মন্তব্য করুন