কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পতনউষার ইউনিয়নের কেওলার হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার মিটার পরিমাণ কারেন্টজাল উদ্ধার করে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার ৯ এপ্রিল বিকাল পাঁচ টায় কেওলার হাওরে এই অভিযান পরিচালনা করা হয়।
কমলগঞ্জ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি আকস্মিক বন্যার পর পতনউষারের কেওলার হাওরে জলাবদ্ধ পানিতে একটি মহল যত্রতত্র কারেন্ট জাল দিয়ে হাওরের বিভিন্ন স্থানে ফাঁদ পেতে রাখে। এসব জালে মাছের পোনা থেকে শুরু করে সাপ, ব্যঙ, কুঁচিয়াসহ জলজ প্রাণি মারা যাচ্ছে। কারেন্টজাল স্থাপনের সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বল্প সময়ের মধ্যে হাওরের কয়েকটি স্থান থেকে ৫ হাজার মিটার পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এদের বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে। উদ্ধারকৃত এসব কারেন্ট জাল সাথে সাথে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মন্তব্য করুন