কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাদ্য সামগ্রীর প্যাকেটের গায়ে মূল্য, মেয়াদের তারিখ, খোলা সেমাই রাখা ও দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোয় ৬টি দোকানের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানের সামনে পার্কিং করে রাস্তায় সিএনজি অটোরিক্সা রাখায় একটি অটোরিক্সা চালকের দুই শত টাকা জরিমানা করা হয়। শনিবার ২৫ জুন বেলা সাড়ে ভারটায় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রফিকুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী হাকিম রফিকুল আলম আদালত পরিচালনা করে ৬ দোকান ও একটি অটোরিক্সার মোট ৫২০০ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, শমশেরনগরের মোদী দোকানী ও কাঁচা বাজারের সবগুলো দোকানীকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে বলেছেন, বিএসটিআই অনুমোদিত পরিমাপ যন্ত্র ব্যবহার করতে হবে। আগামীতে আরও কড়াভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মন্তব্য করুন