কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা আদায়

November 21, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠান থেকে নগদ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২১ নভেম্বর সোমবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমা ও এনডিসি তন্ময় ইসলাম।
জানা যায়, মৌলভীবাজারের এনডিসি তন্ময় ইসলাম এর নেতৃত্বে ২১ নভেম্বর সোমবার দুপুরে ভানুগাছ বাজারে মোটরযান অধ্যাদেশ, ড্রাগ এ্যাক্ট ও বাজার ব্যবস্থাপনা আইনে ৪টি প্রতিষ্ঠান থেকে নগদ ২৬ হাজার টাকা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমা এর নেতৃতে একই সময় ভানুগাছ বাজারে ৫টি প্রতিষ্ঠান নগদ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসব ঘটনায় পৃথক ৯টি মামলায় মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে এ সময় মৌলভীবাজার ড্রাগ সুপার, বিএসটিআই এর পরিদর্শক, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সনক কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com