কমলগঞ্জে মধুচাষীদের মাঝে মৌমাছি পালন বাক্স বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ জন নারী পুরষ মধুচাষীদের মাঝে বিনা মূল্যে মৌমাছি পালন বাক্স বিতরণ করা হয়। বুধবার ২২ জুন বেলা ১১টায় বিসিক মৌলভীবাজারের উদ্যোগে এসব বাক্স বিতরণ করা হয়।
মধুচাসী মাওলানা আব্দুল মছব্বির-এর সভাপতিত্বে মধু চাষী উন্নয়ন কমিটির সম্পাদক আলতাফ মাহমুদ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিসিক পরিচালক এ এইচ এম হামিদুল হক চৌধুরী। প্রধান আলোচক হিসাবে ইপস্থিত ছিলেন কমলগঞ্জ ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক মৌলভীবাজারের প্রমোশন কর্মকর্তা মুজিবুর রহমান। আয়োজক সূত্রে জানা যায়, মধু চাষের উপর প্রশিক্ষণে অংশ গ্রহনকারী ১০ জনের মাঝে মৌমাছি পালন বাক্স ও ২০ জনের মাঝে সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য কমলগঞ্জ উপজেলায় মধু চাষের বিশাল সম্ভাবনাকে কেন্দ্র করে বিসিক একানে ধারাবাহিকভাবে মধু চাষের প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহন করেছে।
মন্তব্য করুন