কমলগঞ্জে মধুচাষী প্রশিক্ষণ

November 17, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥  কমলগঞ্জে মধুচাষীদের অংশ গ্রহনে মধু চাষে উন্নয়ন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) মৌলভীবাজারের উদ্যোগে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমদুল হকের সভাপতিত্বে মধু চাষী উন্নয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান। কর্মশালার আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক মৌলভীবাজারের ডিজিএম এ এইচ হামিদুল হক চৌধুরী। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের পক্ষে সংগঠক সভাপতি আহমদ সিরাজ। মধু চাষে সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ (বাবুল), মধুচাষী আব্দুল মছব্বির। এছাড়া কমলগঞ্জে মধু চাষের বিশাল সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিংহ। কর্মলাশায় অর্ধ শত মধু চাষী অংশ গ্রহন করেন।
সভায় বিসিক মৌলভীবাজারের ডিজিএম এ এইচ হামিদুল হক চৌধুরী বলেন,  কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে আগামী কমলগঞ্জে মধু চাষ প্রমিখ্ষণ কেন্দ্র করার বিষয়ে সংম্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com