কমলগঞ্জে মধুচাষী প্রশিক্ষণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মধুচাষীদের অংশ গ্রহনে মধু চাষে উন্নয়ন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) মৌলভীবাজারের উদ্যোগে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমদুল হকের সভাপতিত্বে মধু চাষী উন্নয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান। কর্মশালার আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক মৌলভীবাজারের ডিজিএম এ এইচ হামিদুল হক চৌধুরী। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের পক্ষে সংগঠক সভাপতি আহমদ সিরাজ। মধু চাষে সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ (বাবুল), মধুচাষী আব্দুল মছব্বির। এছাড়া কমলগঞ্জে মধু চাষের বিশাল সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিংহ। কর্মলাশায় অর্ধ শত মধু চাষী অংশ গ্রহন করেন।
সভায় বিসিক মৌলভীবাজারের ডিজিএম এ এইচ হামিদুল হক চৌধুরী বলেন, কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে আগামী কমলগঞ্জে মধু চাষ প্রমিখ্ষণ কেন্দ্র করার বিষয়ে সংম্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হবে।
মন্তব্য করুন