কমলগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোববার ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এর পরই কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্ণীতি প্রতিরোধ কমিটি, কমলগঞ্জ প্রেস ক্লাব, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক করে। এরপর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদারের নেতৃত্বে শমশেরনগর বিমান বন্দর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি, কামুদপুর শহীদ
মুক্তিযোদ্ধাদের মাজার, দলই বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ করা হয়। সকাল ৮টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও “ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক কমলগঞ্জ বহুমুখী মডেল হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক। এছাড়া উপজেলা সকল ইউনিয়ন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
মন্তব্য করুন