কমলগঞ্জে রাস্তায় কলাগাছ !
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ- মৌলভীবাজার সড়কের একটি কালভার্টের মধ্যে একটি গর্ত সৃষ্টি হয়ে চরম ঝুঁকিপুর্ণ অবস্থায় যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কৃর্তপক্ষ কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীর উদ্যোগে গর্তে একটি কলাগাছ রোপন করছেন। ৬ জুন সোমবার সকালে উপজেলার গোপালনগর নামক স্থানে কালভার্টের উপরে কলাগাছ পুতে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, জেলা সদরের সাথে কমলগঞ্জ উপজেলার যোগাযোগের অন্যতম সড়ক হচ্ছে এটি। কিছুদিন পুর্বে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের গোপালনগর নামক স্থানের কালভার্টটির উপরের মধ্যেখানে একটি গর্ত সৃষ্টি হয়্ । গর্তটি মেরামত না করায় ছোট হতে বড় আকার ধারণ করে। এতে করে যাতায়াতকারী যানবাহন ঝুঁিকর মধ্য দিয়ে চলাচল করছে। কিন্তু কৃর্তপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করায় এলাকার কয়েকজন যুবক সড়কের ভেঙ্গে যাওয়া অংশে সোমবার সকালে একটি কলাগাছ পুতে দিয়েছে। কলাগাছ পুতে দেয়ায় দুর হতে গাড়ি কলাগাছ দেখে ধীরে ধীরে চলাচল করছে। এলাকাবাসী মনে করেন কালভার্টটি দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
মন্তব্য করুন