কমলগঞ্জে লাউয়াছড়া বনের চাউতলী বনবিটে অজগর গিলে খেল মাদি হরিণকে

April 28, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ এবার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনরেঞ্জের চাউতলী বনে বিশাল আকৃতির একটি হরিণকে গিলে খেয়েছে একটি অজগর সাপ। ঘটনাটি ঘটেছে ২৮ এপ্রিল বৃহষ্পতিবার দুপুরে লাউয়াছড়া বনের সংযোগ বন চাউতলী বন বিটের ২নং সেক্টরে। অজগর হরিণ ধরে খাচ্ছে জেনে সেখানে ছুটে যান কমলগঞ্জের কালাছড়া বন বিট অফিসার আনোয়ার হোসেন সহ উৎসুক জনতা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (ওয়াইল্ড লাইফ) তবিবুর রহমান। তিনি জানান, লোক মারফত খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং সাপটির আধার সম্পন্ন করা পর্যন্ত তিনি সেখানে উপস্থিত থাকেন। তিনি জানান, প্রায় ৩ ঘন্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যরে বিশাল আকৃতির একটি অজগর ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে আস্তে আস্তে চিবিয়ে গলদগর্ভ করে। এসময় তিনি বলেন বনবিভাগের কর্মজীবনে এই প্রথম এরকম দৃশ্য তিনি দেখেছেন এবং এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে দেখছেন। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যায়। কিন্তু বর্তমানে এটি কমেছে। বলা যায় প্রাণী কুলের যে ইকো ব্যালেন্স তা এই ফিরছে। অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে আশপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায়।

আলাপকালে মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (ওয়াইল্ড লাইফ) তবিবুর রহমান ও কালাছড়া বন বিট অফিসার আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটির আহার শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। æপ্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যে অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।” এ সময় রাগান্বিত ও ক্ষুধার্ত অবস্থায় অজগরটি ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com