কমলগঞ্জে লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের অকাল প্রয়াণে উদীচীর শোকসভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, বিশিষ্ট লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের অকাল প্রয়াণে কমলগঞ্জ উপজেলার লেখকদের সহযোগিতায় শোকসভা পালন করেছে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী। শোকসভার শুরুতেই প্রয়াত সাইয়িদ ফখরুল ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের ৮ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দের সভাপতিত্বে এবং উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও প্রভাষক শাহাজান মানিকের যৌথ সঞ্চালনে আয়োজিত শোকসভায় প্রয়াত সাইয়িদ ফখরুলের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় উদীচীর সদস্য এড: মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, জাতিসংঘ শিশু তহবিল বিষয়ক শিক্ষা বিভাগের পরামর্শক বিশিষ্ট লেখক-কবি ড. শোয়াইব জিবরান,
ঢাকাস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. সুলতানা জেসমিন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিনার, লেখক-গবেষক আহমদ সিরাজ, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, জেলা উদীচীর নেতা জহর তরফদার, সুমন চৌধুরী, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক শাব্বির এলাহী, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, কবি শেখর গোস্বামী, গবেষক শামসুদ্দিন আকবর, কবি সনাতন হামোম, কৃষকনেতা আব্দুল মন্নাফ, উপজেলা সিপিবি সম্পাদক কমরেড সাইফুর রহমান, নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, হোসনে আরা চৌধুরী, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, পৌর সুজন সম্পাদক রাসেল হাসান বক্ত, উদীচী সদস্য এমরান আহমদ, এম, এ, মোনায়েম খান, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সৈয়দ মাহবুব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি প্রতাপ শব্দকর ও প্রয়াত লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের বড় মেয়ে সৈয়দা ফোয়ারা জান্নাত। সভায় কবির স্মৃতির প্রতি নিবেদিত কবিতা আবৃত্তি করেন সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক সঞ্জয় কুমার দেব, কবি আং হাই ইদ্রিছী, রমাকান্ত গোয়ালা, মামুন আব্দুল্লা প্রমুখ। সভায় শোকবার্তা পাঠ করে মরহুমের পরিবার সদস্যদের হাতে হস্তান্তর করেন উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
শোকসভায় বক্তারা প্রয়াত লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বলেন, লেখালেখি ছাড়াও তিনি একজন প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। স্থানীয় সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকায় “চলার পথে দেখা” নামক ধারাবাহিক বিশ্লেষণধর্মী লিখার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
উল্লেখ্য, লেখক-গবেষক সাইয়িদ ফখরুল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখার সভাপতি ছাড়াও সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি, কমলগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, কমলগঞ্জ পাবলিক লাইব্রেবীর সাধারণ সম্পাদক, উপজেলা সিপিবি’র সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি গত ২২ আগস্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন