কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা চলছে
কমলগঞ্জ প্রতিনিধি॥ ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে পাঁচদিন ব্যাপী ১১তম শতভূজা (১০০ হাত বিশিষ্ট) শ্রী শ্রী বাসন্তী পূজা চলছে।
২ এপ্রিল রোববার থেকে এই পূজা শুরু হয়েছে। পূজা উপলক্ষে দেবালয় প্রাঙ্গনে একটি বিরাট মেলাও বসছে।
৪ এপ্রিল মঙ্গলবার ছিল মহাঅষ্টমী পূজা। মঙ্গলবার সন্ধ্যায় দেবীপুর সার্বজনীন দেবালয়ে গিয়ে দেখা গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শত শত ভক্তবৃন্দের সমাগম। চলছে মহাপ্রসাদ বিতরণ। পূজা দেখতে আসেন জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে ৬ এপ্রিল পর্যন্ত । আজ বুধবার মহানবমীর দিনে রয়েছে পালা কীর্ত্তন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রামায়ণ কীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি মধু সূদন পাল ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, সিলেট বিভাগের মধ্যে এখানেই শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা করা হয়। প্রতি বছরই এখানে দেশ-বিদেশের হাজার হাজার লোকের ঢল নামে। তবে এবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় গত দুইদিন দুর দুরান্তের ভক্তবৃন্দের উপস্থিতি কম ছিল।
মন্তব্য করুন