কমলগঞ্জে শমশেরনগর চা বাগানে ৪৭ তম শহীদ নীরা বাউরী দিবস পালন

April 13, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৪৭ তম শহীদ নীরা বাউরী দিবস পালন করা হয়।
১৩ এপ্রিল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টায় শমশেরনগর চা বাগান কারখানার পাশে শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধীস্থলে পুষ্পার্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন চা বাগান পঞ্চায়েত কমিটি, বাউরী সমাজ কল্যান পরিষদ ও শ্রমিক নেতৃবন্দরা। শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধিস্থলে পুষ্পার্পণ করেন চা বাগান পঞ্চায়েত সহ চা শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারন চা শ্রমিকরা। এরপর এক র‌্যালী বের হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন্দ্র বাউরীর সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা বাবুল মাদ্রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাশ পাইনকা, ইউপি সদস্য সীতারাম বীন, ইউপি সদস্যা মেরী রাল্ফ, শংকর রাজভর প্রমুখ।
উল্লেখ্য, চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবীতে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে ৪৫ আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে শমশেরনগর চা বাগানের শ্রমকি নীরা বাউরী শহীদ হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com