কমলগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়

February 23, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে মৌলভীবাজারের কমলগগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি লাভ করেছে শতবর্ষের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়। সম্প্রতি কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের হাতে সনদপত্র তুলে দেন। উপজেলা পর্যায়ে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। ভবিষ্যতে এই সুনাম ধরে রাখা ও সূখ্যাত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের কাছে সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com