কমলগঞ্জে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব যুব ফোরাম সদস্যদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু

September 1, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় আস্থা প্রকল্পের ‘সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

রোববার ১ সেপ্টেম্বর উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে তিনদিন ব্যপি স্থানীয় কমলগঞ্জ হীড বাংলাদেশে এর প্রশিক্ষণ কেন্দ্র, আস্থা প্রকল্পের শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের ‘সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ   উদ্বোধন করেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব, সঞ্চালক হিসাবে ছিলেন রূপান্তর এর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার সমন্বয়কারী হাসান তারেক, জেলা সমন্বয়কারী, মো: শিহাবুল ইসলাম খান ও ফিল্ড অফিসার আয়শা আক্তার রুমানা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের ৩০জন যুব সদস্য (চা শ্রমিক, আদিবাসী, বাঙালি জনগোষ্ঠী) যুবরা। উল্লেখ্য যে আস্থা প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় রূপান্তর বাংলাদেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com