কমলগঞ্জে সাদাক্বায়ে জারিয়াহ ফাউন্ডেশনের কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে ঢেউটিন বিতরণ
স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৩ নভেম্বর সাদাক্বায়ে জারিয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী, কমলগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ মাসুক মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাদাকায়ে জারিয়াহ ফাউন্ডেশন যেভাবে এই পরিবারের পুনর্বাসনে সাহায্যের হাত বাড়িয়ে বাড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে এভাবেই একে অপরের পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা এই পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করেন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানুষদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারব এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”
৩ নভেম্বর বিকাল ৫টায় ভানুগাছ রেলওয়ে ষ্টেশন রোডস্হ সোনালী ব্যংকের সম্মুখ থেকে নির্মাণ সামগ্রী গ্রহণ করেন, মোঃ জাহিদ মিয়া, মোঃ হাসান মিয়া, মোঃ রফিক মিয়া ও জাবেদ আহমেদ। প্রত্যেকে ২ বান করে মোট ৮ বান ঢেউটিন প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের সহযোগিতার হাত সবাইকে প্রসারিত করার আহবান জানান।
মন্তব্য করুন