কমলগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ

July 16, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দেওছড়া ফাঁড়ি চা বাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে সাড়ে তিন লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
জানা যায়, বিজিবি চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হযরত আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুত্রুবার ১৫ জুলাই ভোর সাড়ে ৫টায় শমশেরনগর চা বাগানের দেওছড়া ফাঁড়ি এলাকা থেকে সাড়ে তিন লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে। আটককৃত ভারতীয় নাসির উদ্দিন বিড়ি শমশেরনগরস্থ চাতলাপুর স্থল শুল্ক অফিসে জমা দেওয়া হয়।
বিজিবি চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হযরত আলী সাড়ে তিন লাখ ভারতীয় নাসির বিড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রক আইনে একটি মামলা হবে।
শমশেরনগরস্থ চাতলাপুর স্থল শুল্ক অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জিত কুমার আচার্য্য বলেন, এখন পর্যন্ত এ কার্যালয়ে ভারতীয় বিড়ি জমা হয়নি। বিজিবি বিড়ি বব্দ করলে অবশ্যই সন্ধ্যার মধ্যে জমা করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com