কমলগঞ্জে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা প্রদান
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আউশ প্রণোদনা/ ২০১১৬-২০১৭-এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার ২৬ এপ্রিল বেলা তিনটায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিনের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে জনপ্রতি বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ এমওপি সার বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকের ব্যাংক হিসাবের মাধ্যমে ৪০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামছুদ্দীন আহমদ জানান, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ১৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এভাবে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য করুন