কমলগঞ্জে ৪৪ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য

March 14, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে পাঠদান। শিক্ষক পদ শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। এ উপজেলায় রয়েছে মোট ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক পদে ৪৩ টি, সহকারী শিক্ষক পদে ৩৩ টি শূন্য পদের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২ জন লোকের পদ শূণ্য আছে। শিক্ষা অফিসে লোকবল সংকট থাকায় শিক্ষকদেরকে দিয়ে কাজ চালানোর পাশাপাশি উপজেলার বিদ্যালয়গুলো তদারকি করা সম্ভব হচ্ছে না। শিক্ষাকার্যক্রমও ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় নতুন জাতীয়করণকৃত ৬১টি বিদ্যালয়সহ ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষের চাকরির মেয়াদ শেষ হলেও ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদায়ন করা হয়নি। প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে এসব বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজসহ শিক্ষার্থীদের পড়াশুনা বিঘিœত হচ্ছে। এ বিষয়ে একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রায়ই দাপ্তরিক কাজে উপজেলায় যেতে হয়। এতে দুই জন শিক্ষকের ঘাটতি পুষিয়ে নিতে কষ্ট সাধ্য হয়ে দাড়ায়। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার কিছুটা বিঘœ ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের পাঠদান বন্ধ রেখে স্কুলের কাজের জন্য ছোটাছুটি করতে হয়। যার ফলে সামগ্রিকভাবে শিক্ষার মানের ওপর প্রভাব পড়ে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শূন্য পদের তালিকা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com