কমলগঞ্জে ৫০ হাজার টাকার বনজ গাছের ছাল ও ফল উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার বনাঞ্চলসহ বিভিন্ন গ্রাম থেকে মেন্দা গাছের ছাল ও টেরা গুটা সংগ্রহ করে পাচারের সময় বনবিভাগ প্রায় ৫০ হাজার টাকার গাছের ছাল ও ফল উদ্ধার করেছে।
৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় শমশেরনগর বিমান বন্দর সড়ক থেকে এসব ছাল ও ফল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সহায়তা নিয়ে শমশেরনগর বিমান বন্দর সড়ক আব্দুল হাসিমের বাসা থেকে ৩৮ বস্তায় ১৬৫৮ কেজি মেন্দা গাছের ছাল ও ৪৬ কেজি টেরাগুটা জাতীয় ফল উদ্ধার করা হয়। মেন্দা গাছ বনাঞ্চল ও বাড়ির আশপাশে থাকে।
সংঘবদ্ধ চোর চক্র গোপনে এগুলোর ছাল সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে। কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন