কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তী পূজা ও মেলা সমাপ্ত

April 6, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে পাঁচদিন ব্যাপী ১১তম শতভূজা (১০০ হাত বিশিষ্ট) শ্রী শ্রী বাসন্তী পূজা ও মেলা সমাপ্ত হয়েছে।
৬ এপ্রিল বৃহষ্পতিবার মহাদশমী পূজা অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ১১৩ম বারের মত আয়োজিত শতভূজা বাসন্তী পূজা ও মেলা সমাপ্ত হয়েছে। প্রতীমা বিসর্জন শেষে পূজারী সকল ভক্তবৃন্দকে শান্তি বারি প্রদান করা হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫দিন ব্যাপী অনুষ্ঠিত এই পূজা ও মেলা দেখতে এবার অন্যান্য বারের মত লোক সমাগম কম হয়েছিল। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন বাসন্তী পূজার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি মধু সূদন পাল ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ১১তম বারের মত আয়োজিত শতভূজা বাসন্তী পূজা ও মেলা সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com